পুলিশের হেফাজতে গ্রেপ্তার নরেশ ডাকাত। ছবি: বাংলাদেশ পুলিশ।

নীলফামারী জেলার ডোমার থানাপুলিশ ওই থানা এলাকার একটি বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত কুখ্যাত এক ডাকাতকে গ্রেপ্তার করেছে। একইসঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।

গ্রেপ্তার ডাকাতের নাম
নরেশ চন্দ্র দাস ওরফে সুজন ওরফে টন্না(৩৩)। তার বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুরে।

জানা গেছে, ডোমার থানাধীন ছোট রাউতা ব্রাহ্মন পাড়া গ্রামে পুরোহিত শ্রী বিজয় চক্রবর্তীর বসতবাড়িতে গত ৩০ আগস্ট দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ৮/১০ জন অজ্ঞাতনামা ডাকাত মুখে কালো রং মেখে এবং মাস্ক পরে দরজা ও ছিটকিনি ভেঙে প্রবেশ করে ঘরের লোকদের ছোড়া দিয়ে ভয় ভীতি দেখিয়ে জিম্মি করে আলমারি ভাঙচুর করে নগদ ১ লাখ ৮৮ হাজার টাকা, ২ ভরি ২ আনার স্বর্নালংকার, ৪ ভরি রুপার অলংকার, কাসার প্লেট ৩টি, কাসার বাটি ৪টি, কাসার গ্লাস ৪ টি ও ৫ টি মোবাইল ফোনসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুট করে চলে যায়।

এ ঘটনায় ১ সেপ্টেম্বর অজ্ঞাতনামা ১২/১৪ জন আসামীর বিরুদ্ধে ডাকাতির মামলা করা হয়। ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ করিমকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়।

ওই রাতেই ডোমার থানাপুলিশ ডাকাতিতে জড়িত নরেশকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আসামিকে আদালতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য,আসামী নরেশ চন্দ্র দাসের বিরুদ্ধে রংপুর কোতোয়ালি মডেল থানায় দায়ের করা একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।