সিরাজগঞ্জে দুটি আগ্নেয়াস্ত্র (দেশীয় তৈরি পাইপগান) ও দুটি গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্র জানায়, সিরাজগঞ্জ জেলাকে মাদক ও অস্ত্র মুক্ত করার জন্য পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই খোকন চন্দ্র সরকার এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সের বৃহস্পতিবার বেলা একটার দিকে পৃথক দুটি অভিযান চালায়। প্রথমে বেলকুচি থানাধীন বাওড়া কামারপাড়া রোড থেকে মো. বেলাল হোসেনকে (৪৫) একটি দেশীয় তৈরি পাইপগান ও দুটি গুলিসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাওড়া নতুন পাড়া লিটু ওয়ার্কশপ থেকে মো. লিটু বেপারীকে অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা দীর্ঘদিন ধরে এই ওয়ার্কশপে পাইপগান তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় বেলকুচি থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।