চট্টগ্রামে বিভিন্ন ব্র্যান্ডের নকল তারসহ গ্রেপ্তার হওয়া পাঁচজন। ছবি: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (পশ্চিম ও বন্দর) বিভাগের অভিযানে ৮০ কয়েল ক্যাবল, ক্যাবলে ব্যবহ্নত ৩০ কেজি তামার তার, বিআরবি ও আরআরআর ক্যাবলের নকল চারটি পিতলের সিল ও স্টিকারসহ পাঁচজন গ্রেপ্তার হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সিএমপি ডিবি (পশ্চিম ও বন্দর ) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেনের সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সামীম কবীরের তত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মো. মাসুদ রানার নেতৃত্বে ৪১ নম্বর দলের ইন্সপেক্টর মো. মনির হোসেন, এসআই জাহিদুল হাসান, এএসআই মো. মোবারক হোসেন, শাহ সেলিম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন মোঘলটুলি এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের নকল ক্যাবল প্রস্তত করা অবস্হায় ৮০ কয়েল ক্যাবল ও ক্যাবলে ব্যবহারযোগ্য ৩০ কেজি তামার তার, চারটি পিতলের সিল/ডায়া, তিন বস্তা পিভিসি, পাঁচটি বড় ববিন, বিআরবি ক্যাবলের নকল স্টিকারসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জহরুল ইসলাম প্রকাশ শাওন (২৭), মো. মামুন (২৮), মো. ফরহাদ (২৩), রসুল আমিন জিহাদ এবং মোঃ রুবেল (২৮)।