পুলিশের হেফাজতে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানা-পুলিশ অভিযান চালিয়ে ২৬টি সিআর সাজা ও ৩৫টি সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে।

কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (অপা.) মো. নূরুল বাশারের নেতৃত্বে একটি টিম ২৮ ডিসেম্বর ঢাকা মহানগরের ভাটারা থানা এলাকায় অভিযান পরিচালনা করে সিআর-সাজা পরোয়ানা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি জহির উদ্দিন আহমেদ ওরফে রতনকে আটক করেন।

আসামি ২০১১ সাল থেকে অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে আনুমানিক সাড়ে ৬ হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা পরিশোধ না করে আত্মগোপনে চলে যান। পরে এসব ব্যাংকের কর্তৃপক্ষ আসামির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মামলার শুনানি শেষে আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে পরোয়ানা জারি করেন।

আসামির বিরুদ্ধে সিএমপির কোতোয়ালি, পাঁচলাইশ, পাহাড়তলী ও খুলশী থানায় মোট ২৬টি সিআর সাজা, ৩৫টি সিআর গ্রেপ্তারি পরোয়ানাসহ মোট ৬১টি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি রয়েছে।