জব্দ করা মোবাইল ফোন, টাকাসহ গ্রেপ্তার আসামি। ছবি : সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবির অভিযানে ২০টি চোরাই মোবাইল ফোন, টাকাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিএমপির ডিবি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেনের সার্বিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জহিরুল ইসলামের তত্ত্বাবধানে একটি দল সোমবার (১ আগস্ট) রাত ১টা ২০ মিনিটের দিকে নগরীর কোতোয়ালি থানাধীন চট্টগ্রাম নিউমার্কেট মোড়-সংলগ্ন আলকরণ এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. রাসেলকে আটক করা হয়।

গ্রেপ্তারের সময় আসামির কাছ থেকে ২০টি চোরাই মোবাইল ফোন ও মোবাইল বিক্রির ১৫ হাজার টাকা জব্দ করা হয়।

সিএমপি জানায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেপ্তার ব্যক্তি স্বীকার করেন, সঙ্গীদের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের চোরাই ও ছিনতাই হওয়া মোবাইল সংগ্রহ করে উক্ত স্থানে খুচরা ও পাইকারি বিক্রির জন্য অপেক্ষা করছিলেন।