সিএমপির ডবলমুরিং থানার অভিযানে আটক তিনজন। ছবি: সিএমপি

নগরীর হালিশহর থানা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত দুজনকে উদ্ধারের পাশাপাশি আলামতসহ তিনজনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানা পুলিশ।

সিএমপি জানায়, গত ৩০ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ বেপারীপাড়া মোড়ে ফুলকলির সামনে রাস্তার ওপর ভিকটিম মো. তছলিম উদ্দিন ও তাঁর বন্ধু মো ইয়াকুব হোসাইন দাঁড়িয়ে ছিলেন। ওই সময় মো. সুমন ও দিদারুল আলম ওরফে নিপু দুজনকে অপহরণ করে নগরীর হালিশহর থানাধীন রমনা আবাসিক এলাকায় নিয়ে যান।

সেখানে বিবাদীরা অপহৃত দুজনকে ঘিরে ধরে নির্যাতন করতে থাকেন। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে দুজনের কাছ থেকে সাড়ে ১৫ হাজার টাকা গ্রহণ করেন।

বিবাদীরা অপহৃত দুজনের কাছ থেকে আরও ৩ লাখ টাকা দাবি করেন। তাদের নির্যাতনে অপহৃত দুজন স্বজনদের কাছ থেকে ৩টি বিকাশ নম্বরের মাধ্যমে ৩৬ হাজার ৫০০ টাকা এনে দেন।

বিষয়টি অপহৃত দুজনের স্বজনদের কাছ থেকে জানতে পেরে হালিশহর থানাধীন রমনা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মো. সুমন, দিদারুল আলম ওরফে নিপু ও মো. আলী মর্তুজা ওরফে মোক্তার ওরফে অভিকে আটক করে ডবলমুরিং থানা পুলিশ।

আটককৃতদের দেহ তল্লাশি করে ঘটনায় ব্যবহৃত দুটি ছোরা, একটি প্লাস্টিকের পাই ও দুটি মোবাইলফোন উদ্ধার করা হয়।