রাজধানীর ভাটারা এলাকা থেকে চোরাই মালামাল বিক্রির টাকাসহ গ্রিল কাটা চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) তেজগাঁও বিভাগ।

গ্রেপ্তারকৃতের নাম মো. বাবু। ওই সময় তাঁর হেফাজত থেকে চোরাই মালামাল বিক্রির ১ লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

সোমবার বেলা পৌনে ৪টার দিকে ভাটারা থানার ছোলমাইদ খন্দকার বাড়ির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ডিবি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম।

গত ২৯ এপ্রিল মোহাম্মদপুর থানার বাবর রোডের ১৩বি/৯বি নম্বর বাসায় গ্রিল কেটে ৩৭ ভরি স্বর্ণালংকার, ২ লাখ টাকা ও ১টি ল্যাপটপ চুরি হয়। এ ঘটনায় ওই বাসার মালিক ইমামুল আরাফাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩০ এপ্রিল মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়।

ওই মামলার ছায়া তদন্ত শুরু করে ডিবি তেজগাঁও বিভাগ। এর একপর্যায়ে গ্রেপ্তার করা হয় বাবুকে।