উদ্ধার করা চুরি হওয়া মোটরসাইকেলসহ গ্রেপ্তার আসামিরা। ছবি : সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ্ থানার অভিযানে চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ওই সময় জব্দ করা হয় চারটি চুরি হওয়া মোটরসাইকেল, দেশীয় তৈরি অস্ত্র-গুলি, ২৩টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ও বিপুল পরিমাণ চোরাই মালামাল।

সিএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে সোমবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, সিএমপি আকবরশাহ্ থানার একটি দল অদ্য সোমবার থানার লতিফপুর রাস্তার মাথা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

জব্দ করা চুরি হওয়া বিভিন্ন মালামাল। ছবি : সিএমপি

গ্রেপ্তার পাঁচজন আসামি হলেন— মাসুদ আলম হিরো (২৩), মানিক প্রকাশ সোহেল (৩২), মুহাম্মদ সাজু (৩৪), মো. শামসুল আরেফিন খান ওরফে হৃদয় (২৩) ও মো. শফিকুল ইসলাম কাজল (২৯)।

পোস্টে আরও বলা হয়, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেপ্তার মাসুদের নামে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও মাদকের ১০টি, মানিকের নামে ৩টি, মুহাম্মদ সাজুর নামে ৫টি, শামসুল আরেফিনের নামে ৪টি ও শফিকুলের নামে ২টি মামলা রয়েছে।