ট্রাফিক সেবা সপ্তাহের চতুর্থ দিনে শিক্ষার্থীদের সচেতন করাসহ নানা কর্মসূচি পালন করে আরপিএমপি সদস্যরা। ছবি: আরপিএমপি

নানা কর্মসূচির মধ্য দিয়ে ট্রাফিক সেবা সপ্তাহের চতুর্থ দিন পার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।

দিনের কর্মসূচি অনুযায়ী সড়ক পরিবহন আইন-২০১৮ ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে পুলিশ কমিশনার নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম-এর প্রত্যক্ষ নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এবং ট্রাফিক বিভাগের আয়োজনে রংপুর মহানগরীর বিভিন্ন স্কুল ও কলেজে সচেতনতামূলক আলোচনা সভা হয়।

আলোচনা সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক) আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ জমির উদ্দিনসহ অনেকে সচেতনতামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তাঁরা ট্রাফিক আইন মেনে চলার জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন।