ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় পুলিশের হাতে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি ও বিদ্রূপাত্মক তথ্য প্রচার করায় তোফায়েল আহমেদ ওরফে হুমায়ূন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা-পুলিশ।

মৌলভীবাজার সদর মডেল থানার একাটুনা ইউনিয়নের কালার বাজার এলাকা থেকে ১৪ জুন (মঙ্গলবার) তোফায়েলকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ জানায়, এস কে তোফায়েল আহমেদ নামের একটি ফেসবুক আইডি থেকে ইচ্ছাকৃতভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বিদ্রূপাত্মক ও মানহানিকর তথ্য প্রচার করে আসছিলেন তোফায়েল। বিষয়টি নজরে আসার পর তাঁকে গ্রেপ্তারে মাঠে নামে সদর মডেল থানা-পুলিশ। অবশেষে ১৪ জুন সদর থানার একাটুনা ইউনিয়নের কালার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তোফায়েলকে গ্রেপ্তার করা হয়।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি তোফায়েল স্বীকার করেছেন, এস কে তোফায়েল আহমেদ ফেসবুক আইডিটি তাঁর। তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।