স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমানের হাতে স্মারক তুলে দিচ্ছেন সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম। এ সময় এসবির প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) উপস্থিত ছিলেন। ছবি : বাংলাদেশ পুলিশ

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (৩০ মে) সিআইডি হেডকোয়ার্টার্সে সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম-এর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার)।

সিআইডির ফরেনসিক ল্যাব পরিদর্শন করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান। ছবি : বাংলাদেশ পুলিশ

মতবিনিময়কালে সাইবার মনিটরিং এবং প্রযুক্তিগত জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তি তৈরি করতে দেশ-বিদেশে প্রশিক্ষণ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন সিনিয়র সচিব।

সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে অটোম্যাটেড ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম (এএফআইএস) নিয়ে সমন্বয় করে কাজ করতে পুলিশকে আহ্বান জানান তিনি। এ সময় তিনি সিআইডির বিভিন্ন কর্মকাণ্ড ও অর্জনের ভূয়সী প্রসংশা করেন।

পরে সিআইডির ফরেনসিক ল্যাব (ডিএনএ, ডিজিটাল ফরেনসিক, ফিঙ্গারপ্রিন্ট, হস্তলিপি, ক্রাইম সিন, ব্যালিস্টিক্স, জাল নোট ও মেকি মুদ্রা, মাইক্রো অ্যানালাইসিস) পরিদর্শন করেন সিনিয়র সচিব।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান। ছবি : বাংলাদেশ পুলিশ

সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম বলেন, ফাইন্যান্সিয়াল ক্রাইম, সাইবার অপরাধ, মানবপাচারসহ অন্যান্য সংঘবদ্ধ অপরাধ দমনে সিআইডি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।