জব্দ করা ভেজাল খাদ্য ও পানীয়। ছবি : ডিএমপি

ভেজাল খাদ্য ও পানীয় তৈরির অভিযোগে রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে জাহাঙ্গীর আলম সরদার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ।

ডিএমপি জানায়, বুধবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কামরাঙ্গীরচর থানাধীন আলীনগরের একটি বাসা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান বিপিএম (বার) পিপিএম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জাহাঙ্গীর আলম সরদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪ হাজার ৪০০টি ‘মমতা সুপার চাটনী’ (গ্রাম বাংলার চাটনি) এবং দুই রিল ‘মমতা সুপার ড্রিংক’ লেখা খালি পলিপ্যাক জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, কামরাঙ্গীরচর থানা এলাকায় অবৈধভাবে অস্বাস্থ্যকর ভেজাল খাদ্য ও পানীয় তৈরি করে ঢাকা মহানগরসহ সারা দেশে বিক্রি করতেন।

আসামির বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।