হেলিকপ্টারে চড়ে ভাসানচরে পৌঁছান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : বাংলাদেশ পুলিশ

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর পরিদর্শন করেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা ১টা ১০ মিনিটে হেলিকপ্টারে চড়ে ভাসানচরে পৌঁছান মন্ত্রী। এ সময় তাঁকে বহনকারী হেলিকপ্টারটি নেভি হেলিপ্যাডে অবতরণ করে।

স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুলে দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন পুলিশ কর্মকর্তাগণ। ছবি : বাংলাদেশ পুলিশ

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভাসানচরের পিডি এম রাশেদ সাত্তার, নোয়াখালীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

বেলা সোয়া ১টায় মন্ত্রীকে গার্ড অব অনার দেয় নোয়াখালী জেলা পুলিশের সুসজ্জিত দল।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী। ছবি : বাংলাদেশ পুলিশ

এরপর বেলা ১টা ২০ মিনিটে ভিআইপি কটেজ মেঘনায় পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেয় ভাসানচর কোস্টগার্ড। সেখানে এক ঘণ্টা অবস্থান করেন তিনি।

বেলা ২টা ২৫ মিনিটে ভাসানচর ক্যাম্প এলাকা ড্রোনের মাধ্যমে নিরীক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। আড়াইটার দিকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে ২টা ৩৫ মিনিটে মেঘনা কটেজের পাশে বৃক্ষ রোপণ করেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি : বাংলাদেশ পুলিশ

পৌনে ৩টার দিকে কোস্টগার্ড স্টেশনের বিসিজি ব্যারাক পরিদর্শন করেন আসাদুজ্জামান খান কামাল। এরপর বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র‍্যাকের কৃষিজ বাগান এবং মাছের প্রজেক্ট পরিদর্শন করেন।

এরপর বিকেল ৪টা ২৮ মিনিটের দিকে হেলিকপ্টারে চড়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।