সাতক্ষীরায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ গ্রেপ্তার হওয়া একজন। ছবি: সাতক্ষীরা জেলা পুলিশ

সাতক্ষীরা থানা-পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি পিস্তলসদৃশ ওয়ান শুটারগান, দুটি গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা থানাধীন আগরদাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মো. সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামানের তত্ত্বাবধানে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খানের নেতৃত্বে এসআই মো. শাহজালাল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সদর থানাধীন আগরদাড়ী গ্রামের আগরদাড়ী বলফিল্ডের পাশে আগরদাড়ী-নারায়নজল সড়কের ওপর অভিযান চালিয়ে মো. ইয়াসিনকে (২৬) ওই আগ্নেয়াস্ত্র, গুলি ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।
ইয়াসিনের বিরূদ্ধে অস্ত্র আইনের মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।