সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহ। ছবি: সংগৃহীত

বেশ কিছুদিন ধরে ফর্মে না থাকলেও অভিজ্ঞতার কারণে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ এখনো দলকে অনেক কিছুই দিতে পারেন বলে মনে করেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।

সোমবার সাকিব বলেন, ‘তাঁরা দুজন (মুশফিকুর ও মাহমুদুল্লাহ) আমাদের দলের খুবই গুরুত্বপূর্ণ সদস্য। এ বিষয়ে তাঁরা বেশ সচেতন এবং তাঁরা জানেন তাঁদের কী দায়িত্ব এবং চ্যালেঞ্জ কী।’ খবর বাসসের।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মাত্র একটি ২০ ওভারের ম্যাচ খেলেছেন মুশফিক। কিছু সিরিজে ছুটি নিয়েছিলেন তিনি। আর কিছু সিরিজে বিশ্রাম দিয়ে দলের বাইরে রাখা হয়েছিল তাঁকে।

দলে জায়গা হারাননি আরেক অভিজ্ঞ তারকা মাহমুদুল্লাহ। তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের পর থেকে কোনো বড় ধরনের পারফরম্যান্স নেই তাঁর। এ সময় ১৪ ম্যাচে ১০০ দশমিক ৪৮ স্ট্রাইক রেটে ২০৯ রান করেন টাইগারদের সাবেক এই টি-টোয়েন্টি অধিনায়ক।

ধারণা করা হয়েছিল, আসন্ন এশিয়া কাপের দল থেকে বাদ পড়তে পারেন মুশফিক ও মাহমুদুল্লাহ। কিন্তু সাকিব আল হাসানের কারণে সেটি আর হয়নি।