টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পরও ঘরের মাঠে আসন্ন দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করছেন বাংলাদেশ দলের তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়। খবর বাসসের।

তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং দুই টেস্ট খেলতে চলতি মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত দল পাকিস্তান। এমনকি ১৪ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জয়েও পাকিস্তানকে হট ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তবে এ মুহূর্তে তারা যতই ভালো অবস্থায় থাকুক না কেন, হৃদয়ের মতে, পাকিস্তানকে প্রাধান্য বিস্তার করার সুযোগ দেবে না বাংলাদেশ।

তিনি বলেন, ‘পাকিস্তান সিরিজ অবশ্যই চ্যালেঞ্জিং হবে। আমরা ঘরের মাঠে ভালো দল। এখানে কেউ আমাদের এত সহজে হারাতে পারবে না। তারপরও আমরা কঠিন সময় পার করছি। যদি আমাদের সেরাটা দিতে পারি, আমরা ভালোভাবে ঘুরে দাঁড়াব।’
বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হৃদয়। জাতীয় ক্রিকেট লিগে ব্যস্ত তিনি।

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর বিসিবি তরুণদের দলে সুযোগ দেওয়ার কথা ভাবছে। মাঠে ও মাঠের বাইরে খেলোয়াড়দের কাছ থেকে ভয়ডরহীন মানসিকতা প্রত্যাশা করছে বোর্ড।
মিডিয়ার সঙ্গে প্রথম সাক্ষাতে অন্য ছয়জন তরুণের সঙ্গে হৃদয় জানান, কোনো দিক থেকেই সাহসী হতে পিছপা হবেন না তাঁরা।