ইউপি নির্বাচন উপলক্ষে কোতোয়ালি মডেল ও বন্দর থানাধীন বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে বক্তব্য দেন বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম (বার)। ছবি: বিএমপি

দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে মঙ্গলবার বেলা তিনটা থেকে কোতোয়ালি মডেল ও বন্দর থানাধীন বিভিন্ন নির্বাচনী এলাকা ও ভোটকেন্দ্র পরিদর্শন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম (বার)।

ওই সময় স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে শাহাবুদ্দিন বলেন, ‘নির্বাচনে প্রশাসনের ভূমিকা থাকবে শতভাগ নিরপেক্ষ। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা বরিশাল মেট্রোপলিটন পুলিশসহ সর্বস্তরের প্রশাসন ঐক্যবদ্ধ।’

তিনি বলেন, ‘আপনারা সকলে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন। মনে কোনো ধরনের ভয়ভীতি কিংবা সংশয় রাখবেন না। নির্বাচনে বিশৃঙ্খলা ঘটাতে পারে, এমন কোনো ষড়যন্ত্র সম্পর্কে জানার সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করুন।’

উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বিএমপি কমিশনারের নেতৃত্বে প্রার্থী ও সাধারণ ভোটারদের মধ্যে ধারাবাহিকভাবে সচেতনতামূলক প্রচার চালিয়ে আসছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।