স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: সংগৃহীত

মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিক হত্যা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।

মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত নেতারা মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস প্রদান করেন। খবর বাসসের।

এ সময় বিএফইউজের নেতৃবৃন্দ সাংবাদিক হত্যা মামলার পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় সাংবাদিকদের নামে বিভিন্ন মামলা নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।

সাক্ষাতে নেতারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি মিডিয়া সেল গঠনের তাগিদ দেন। মন্ত্রী বিষয়টি ভেবে দেখবেন বলে আশ্বাস দেন।

এ ছাড়া সাংবাদিক নেতারা মন্ত্রীর সঙ্গে গণমাধ্যম-সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে মতবিনিময় করেন।
বিএফইউজের সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, সহসভাপতি মধুসূদন মন্ডল, দপ্তর সম্পাদক সেবিকা রানী, নির্বাহী সদস্য ড. উৎপল কুমার সরকার, নূরে জান্নাত আখতার সীমা ও শেখ নাজমুল হক সৈকত।