ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বেড়তলা বাজার থেকে শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওই যুবকের নাম মো. শাহজালাল ওরফে শাহ পরান (২৫)। তাঁর বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার চংপাড়ায়। তিনি নরসিংদী সদরের বাসাইল এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, ওই যুবক মাদক ব্যবসায়ী।

সরাইল থানা-পুলিশের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানের দিকনির্দেশনা এবং সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার আসলাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) জাকির হোসেন খন্দকার আরও কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে বেড়তলা বাজারে মহাসড়কের দক্ষিণ পাশে রাস্তার ওপর থেকে শাহজালালকে গাঁজাসহ হাতেনাতে আটক করেন।

পোস্টে আরও জানানো হয়, শাহজালালের নামে সরাইল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। সে মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়।