রাজধানীর কাফরুলে অভিযান চালিয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নকল সিল ও জালিয়াতির কাজে ব্যবহৃত কাগজপত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগের একটি টিম।

গ্রেপ্তার ব্যক্তির নাম শেখ সাইফুদ্দিন আহম্মেদ। গ্রেপ্তারের সময় তাঁর হেফাজত থেকে বিভিন্ন ব্যাংকের পাঁচটি সলভেন্সি সনদ, তিনটি স্ট্যাম্প প্যাড, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ১০২টি ব্ল্যাংক প্যাড ও ৩০টি নকল সিল উদ্ধার করা হয়।

গত শনিবার কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী কমিশনার বার্নাড এরিক বিশ্বাস বলেন, ‘গোয়েন্দা পুলিশ সংবাদ পায় যে, একটি প্রতারক চক্র কাফরুলে বিভিন্ন মন্ত্রণালয়, ব্যাংক ও সরকারি কর্মকর্তাদের নামে ভুয়া সিল তৈরি করে চাকরিপ্রত্যাশী ও বিদেশগামী ছাত্রসহ বিভিন্ন পেশাজীবীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভুয়া সার্টিফিকেট, বিভিন্ন ব্যাংকের ব্যাংক সলভেন্সির সনদ ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।’