রাজধানী কলম্বোতে প্রেসিডেন্ট রাজাপাকসার বাসভবনের সামনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদুনে গ্যাস ব্যবহার করে। ছবি : সংগৃহীত

তীব্র অর্থনৈতিক সংকট নিয়ে সারা দেশে চলমান জনবিক্ষোভের মধ্যে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

শুক্রবার (১ এপিল) রাতে সরকারি গেজেটে জরুরি অবস্থা জারির কথা জানানো হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোরের।

বিজ্ঞপ্তিতে দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসা রাজাপাকসা বলেছেন, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং সরবরাহ ও জরুরি সেবা নিশ্চিত করার স্বার্থে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানী কলম্বোতে প্রেসিডেন্ট রাজাপাকসার বাসভবনের সামনে শত শত বিক্ষোভকারী পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল।

বিক্ষিপ্ত প্রতিবাদ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫৩ জনকে গ্রেপ্তার করে এবং কলম্বো ও এর আশপাশে কারফিউ জারি করে।

শ্রীলঙ্কায় জ্বালানিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের অভাব দেখা দেয়ার পর অসন্তোষ ধূমায়িত হয়ে উঠেছে।

দেশটির পর্যটনমন্ত্রী প্রসন্ন রানাতুঙ্গে বলেছেন, ‘শ্রীলঙ্কায় বৈদেশিক মুদ্রার ঘাটতিতে পড়েছে, এটাই প্রধান ইস্যু।’