কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে এপিবিএনের অভিযানে উদ্ধার ইয়াবা। ছবি: বাংলাদেশ পুলিশ

কক্সবাজারের উখিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন) অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে। উখিয়া থানার পালংখালী ইউনিয়নের বালুখালীতে রোহিঙ্গা শিবিরে ১ এপ্রিল (শুক্রবার) বিকেলে ওই অভিযান পরিচালিত হয়।

এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১ এপ্রিল বেলা সাড়ে ৩টার দিকে ৮ এপিবিএনের একটি দল কক্সবাজারের উখিয়া থানার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকায় রোহিঙ্গা শিবিরে সাদাপোশাকে অবস্থান নেয়। এ সময় শপিং ব্যাগ হাতে সন্দেহভাজন এক ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণের সময় তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে শপিং ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যান। এরপর ওই শপিং ব্যাগ থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে অনুসন্ধানে জানা যায়, পালিয়ে যাওয়া ওই ব্যক্তির নাম আবু তাহের (৩৭)। তিনি রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে উখিয়া থানায় মামলা হয়েছে।