জব্দ করা গাঁজা। ছবি : সংগৃহীত

রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ (ডিবি)।

তাঁর নাম মো. আয়নাল। এ সময় তাঁর কাছ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। খবর ডিএমপি নিউজের।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধা ৬টা ১৫ মিনিটের দিকে ভাটারা থানার কুড়িল ট্রাকস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ আসামিকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান বলেন, একজন মাদক কারবারি ভাটারা থানার কুড়িল ট্রাকস্ট্যান্ড সংলগ্ন মিনা মার্কেটের শিপু মিয়ার চা-বিস্কুটের দোকানের সামনে গাঁজা বিক্রির উদ্দেশে অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর সময় আয়নালকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশের এই গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার হওয়া আসামি ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতেন। তাঁর বিরুদ্ধে ভাটারা থানায় মামলা হয়েছে।