লুক ডি ইয়ংয়ের শেষ মুহূর্তের গোলে ড্র করতে সক্ষম হয় বার্সেলোনা। ছবি: সংগৃহীত

মৌসুমের শুরুতে একের পর এক ম্যাচে পয়েন্ট হারিয়ে চাপে ছিল বার্সেলোনা। দলটির সাবেক মিডফিল্ডার জাভি হার্নান্দেজ দায়িত্ব নেওয়রা পর কিছুটা স্বস্তিতে আছে কাতালানরা। তবে সবশেষ কাতালান ডার্বির ম্যাচে এস্পানিওলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। লুক ডি ইয়ংয়ের শেষ মুহূর্তের গোলে ড্র করতে সক্ষম হয় বার্সেলোনা।

গতকাল রোববার রাতে ২ মিনিটেই পেদ্রির গোলে লিড পেয়েছিল বার্সেলোনা। তবে ৪০ মিনিট পর বাঁকানো শটে এস্পানিওলকে সমতায় ফিরিয়েছেন দারদার।

৫৬ মিনিটে বার্সেলোনা আরও মরিয়া হয়ে উঠে গাভির গোল অফসাইডে বাতিল হলে। ভিএআরে দেখা গেছে, গাভির কাছে যাওয়ার আগে বিল্ড আপে বল গায়ে লেগেছিল ফ্রেংকি ডি ইয়ংয়ের। তখনই অফসাইড পজিশনে ছিলেন ইয়ং। তবে ৬৪ মিনিটে স্কোর ২-১ করে ফেলেন এস্পানিওলের রাউল দে তমাস। তখন এস্পানিওল স্বপ্ন দেখছিল ২০০৮-০৯ মৌসুমের পর প্রথম ডার্বি জয়ের!

কিন্তু রোমাঞ্চকর লড়াইয়ে শেষ দিকের যোগ হওয়া সময়ে বার্সা শিবিরে স্বস্তি ফিরিয়েছেন লুক ডি ইয়ং। তার হেড থেকেই স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এই ড্রয়ে ২৩ ম্যাচে বার্সার সংগ্রহ ৩৯ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৫৪ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।