ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের সঙ্গে মেয়ে কেলি নাসিমেন্তো। ছবি : সংগৃহীত

সম্প্রতি কোলন টিউমার অপসারণ হয়েছে ব্রাজিলের কিংবদন্তি পেলের। এরপরও তিনি হাসপাতাল থেকে ছুটি পাননি।

শুধু তা-ই নয়, আইসিইউ থেকে ছাড়া পাওয়ার পর আবার তাঁকে নেওয়া হয়েছে আইসিইউতে। খবর জাগো নিউজের।

তবে আইসিইউতে নেওয়া হলেও গুরুতর কোনো কারণ নেই বলে জানিয়েছেন পেলের মেয়ে কেলি নাসিমেন্তো।

বাংলাদেশ সময় গতকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে তোলা ছবির ক্যাপশনে কেলি লিখেছেন, ‘আমি জানি না, বাইরে কী কী গুঞ্জন চলছে। তবে আমার মেসেজ বক্সে অনেক মানুষই খোঁজ নিচ্ছেন। সবাই চিন্তা করছেন সেসব গুঞ্জন শুনে। আমরা মানুষের চিন্তা আরও বাড়াতে চাই না।’

তিনি আরও লেখেন, ‘ছবিটি এইমাত্র তোলা। তাঁর (পেলে) গায়ে ভেস্ট পরা এবং সান্তিস্তায় অনেক ঠান্ডা, যা তাঁকে কষ্ট দেয়। তিনি ভালোভাবে সুস্থ হচ্ছেন এবং স্বাভাবিক আছেন। গতকাল বাবা কিছুটা ক্লান্ত ছিলেন। তাই এক পা পিছিয়েছিলেন। আজ তিনি দুই ধাপ এগিয়ে গেছেন। হাসপাতালের সবাইকে অনেক ধন্যবাদ। তারা দুর্দান্ত কাজ করছে।’

হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মূলত সতর্কতাস্বরূপ পুনরায় আইসিইউতে নেওয়া হয়েছে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে।

প্রসঙ্গত, টিউমারের সফল অপারেশনের পর গত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) আইসিইউ থেকে ছাড়া পেয়েছিলেন ৮০ বছর বয়সী পেলে।

পরে ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদনে বলা হয়, অ্যাসিড রিফ্লাক্সের কারণে পেলেকে পুনরায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।