সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে না পারলেও ফিফা বিশ্বকাপ ট্রফি জিততে চলেছেন বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

কাতারে আয়োজিত সবচেয়ে জনপ্রিয় ইভেন্ট শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে একটি আলোচনায় মজা করে আজ এমন মন্তব্য করেন সাকিব। খবর বাসসের।

টি-টেন লিগে খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন সাকিব। আইসিসি অনুমোদিত একমাত্র টি-টেন লিগ এটি।

বাংলাদেশি কোম্পানির মালিকানাধীন দল বাংলা টাইগার্সের হয়ে খেলবেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এই দলের অধিনায়কের দায়িত্ব আছে সাকিবের কাঁধে।

সারা বিশ্ব যখন ফুটবল জ্বরে কাঁপছে তখন শুরু হচ্ছে এই ৬০ বলের প্রতিযোগিতা। সারা বিশ্বের ক্রিকেটাররাও বিশ্বকাপ উন্মাদনায় শিহরিত। আলোচনায় রয়েছে তাদের পছন্দের দল ও কোন দল চ্যাম্পিয়ন হবে, সে বিষয়টিও।

সাকিবের নেতৃত্বে বাংলা টাইগারদের হয়ে খেলবেন নিউজিল্যান্ডের বেন কাটিং, কলিন মুনরো, ইংল্যান্ডের জ্যাক বল, বেনি হাওয়েল, পাকিস্তানের মোহাম্মদ আমির।

কাতার বিশ্বকাপ জয়ের বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছেন বাংলা টাইগার্সের ক্রিকেটাররা। সবাই তাদের পছন্দের দল বেছে নিয়েছেন।

সাকিবের কাছ থেকে ভিন্ন উত্তর পাওয়া গেছে। বিশ্বকাপ কে জিতবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি।’