শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের অংশ হিসেবে সোমবার পিইটির কিছু মুহূর্ত। ছবি: পুলিশ নিউজ

‘চাকরি নয়, সেবা’ স্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন হয়েছে।

শেরপুর পুলিশ লাইনস মাঠে জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে সরকার জারিকৃত বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে সোমবার সকাল ৮টা থেকে ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট (পিইটি) তথা ২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প, হাই জাম্প পরীক্ষা হয়েছে।

পিইটি পরীক্ষায় উপস্থিত ছিলেন শেরপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলা পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান বিপিএম, নিয়োগ বোর্ডের সদস্য জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাকির হোসেন সুমন ও ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) আফরোজা নাজনীন, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিসহ জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

শেরপুরের এসপি প্রার্থীদের উদ্দেশে বলেন, ‘আমি আবারও ধন্যবাদ জানাতে চাই। অনেকটাই শৃঙ্খলভাবে তোমরা প্রথম দিনের মতো দ্বিতীয় দিনে এখন পর্যন্ত টিকে আছো।’

তিনি আগামীকালের ইভেন্টর জন্য প্রার্থীদের মানসিকভাবে প্রস্তুতি নিয়ে মাঠে আসার কথা বলেন।

এসপি মো. কামরুজ্জামান বিপিএম বলেন, ‘যদি কেউ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত কাগজপত্র আগামীকাল দেখাতে ব্যর্থ হও তাহলে তোমাদের কোনো ইভেন্টেই অংশগ্রহণ করতে দেওয়া হবে না। সকলকে ডিসিপ্লেন ওয়েতে যথাসময়ে মাঠে উপস্থিত হতে হবে।’

আগামীকাল দ্বিতীয় দিন উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ লাইনসে পিইটির ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা হবে।