বিজ্ঞাপনের অংশ হিসেবে দড়ি দিয়ে বাঁধা হয় বিরাট কোহলিকে। ছবি: সংগৃহীত

একটি চেয়ারে বসা ভারত দলের ব্যাটিং ভরসা বিরাট কোহলি। তাঁর শরীর বাঁধা দড়িতে। তাকিয়ে আছেন অসহায় ভঙ্গিতে।
এ ছবি দেখে ভ্রু কপালে উঠতে পারে অনেকের। তাদের মনে প্রশ্ন জাগতে পারে, কোহলি কী এমন অপরাধ করেছেন যে, তাঁকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে?

আদতে সে রকম কিছু ঘটেনি। কোহলির এ হাল হয়েছে একটি বিজ্ঞাপনের ফটোশুটে অংশ নিয়ে।
বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে জানানো হয়, দড়িতে বাঁধা সে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন কোহলি। ফেসবুক ও টুইটারে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে ছবি আপলোড করে ক্যাপশনে তিনি লিখেন, ‘জৈব সুরক্ষা বলয়ের মধ্যে খেলার সময় ঠিক এমনই অনুভূতি হয়।’

গত বছরের শুরুর দিকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। মার্চ থেকে বিশ্ব ক্রীড়াঙ্গন থমকে যায়।

পরবর্তী সময়ে জুলাইয়ে করোনার মধ্যেই শুরু হয় ক্রিকেট। তবে কড়া প্রটোকলের মাধ্যমে মাঠে গড়ায় খেলাটি। এখনো কড়া জৈব সুরক্ষা বলয়ের মধ্যে চলছে বিশ্ব ক্রিকেট।

এ বলয়ে একরকম বন্দি থাকেন ক্রিকেটাররা। কীভাবে বন্দি থাকেন, সেটিই বোঝাতে চেয়েছেন কোহলি।