বার্সেলোনার নতুন কোচ জাভি হার্নান্দেজ। ছবি : সংগৃহীত

সব জল্পনা-কল্পনার অবসান হলো। বার্সেলোনা তাদের নতুন কোচের নাম ঘোষণা করেছে।

কাতারি ক্লাব আল-সাদ থেকে বার্সেলোনার কোচ হিসেবে যুক্ত হলেন জাভি হার্নান্দেজ। খবর প্রথম আলোর।

গতকাল শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে ক্লাব আল-সাদ বিবৃতি দিয়ে জানায়, জাভিকে ছাড়তে সম্মত হয়েছে তারা।

এ বিষয়ে ক্লাবটির প্রধান নির্বাহী তুর্কি-আল আলীর উদ্ধৃতি প্রকাশ করা হয় টুইটে, ‘আল-সাদ প্রশাসন জাভির বার্সায় যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে। চুক্তিতে তাঁর রিলিজ ক্লজের টাকাটা পরিশোধের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা ভবিষ্যতেও বার্সার সঙ্গে কাজ করতে চাই। জাভি আল-সাদের ইতিহাসে গুরুত্বপূর্ণ অংশ, আমরা তাঁর সফলতা কামনা করি।’

এদিকে আনুষ্ঠানিক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, আপাতত ২০২৪ সাল পর্যন্ত চুক্তি করা হয়েছে জাভির সঙ্গে। সে হিসাবে আপাতত আড়াই মৌসুম কাতালানদের দায়িত্বে থাকবেন তিনি। এই আড়াই মৌসুমে বার্সেলোনা আগের জৌলুশ ফিরে পেলে জাভির চুক্তি যে বাড়ানো হবে, সেটা না বলে দিলেও চলছে।

আগামী সোমবার (৮ নভেম্বর) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাভিকে নিজেদের নতুন কোচ হিসেবে পরিচয় করিয়ে দেবে বার্সেলোনা।

প্রসঙ্গত, ২০১৫ সালে বার্সা ছাড়ার পর চার বছর আল-সাদে খেলেছেন জাভি। খেলোয়াড় হিসেবে জিতেছেন চারটি শিরোপা। বুটজোড়া তুলে রাখার পর ২০১৯ সালে আল-সাদেরই কোচের দায়িত্ব নিয়েছেন। খেলোয়াড় জাভির চেয়ে আল–সাদের কোচ হিসেবে বেশি সফল ছিলেন জাভি, জিতেছেন সাতটি শিরোপা।

বার্সেলোনায় খেলোয়াড় হিসেবে ২৪ বছর কাটিয়েছেন জাভি। লিগ জিতেছেন চারবার, চ্যাম্পিয়নস লিগ চারবার। কোপা দেল রে, সুপারকোপা, ক্লাব বিশ্বকাপ— এসব তো জিতেছেনই; সব মিলিয়ে বার্সার জার্সি গায়ে ৭৬৭ বার মাঠে নেমে শিরোপা জিতেছেন ২৫টি।