বদলগাছীতে মাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ছেলে ও ছেলের স্ত্রী। ছবি: নওগাঁ জেলা পুলিশ

নওগাঁর বদলগাছীতে এক নারীর লাশ উদ্ধারের দুই ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন করে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে স্থানীয় লোকজন দেউলিয়া গ্ৰামের একটি ধানখেতে ছবি বেগম (৫০) নামের এক নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল এ টি এম মাইনুল ইসলাম, বদলগাছী থানার ওসি মো. আতিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রায়হান হোসেন, এসআই মো. আবু তাহের, কামরুল ইসলাম, মো. তুহিন আহম্মেদ, মো. হাফিজুল ইসলাম, মো. মাসুদসহ বদলগাছী থানা-পুলিশের অন্যান্য অফিসার ও ফোর্স দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় বদলগাছী থানায় একটি হত্যা মামলা হয়। বদলগাছী থানার ওসির নেতৃত্বে বদলগাছী থানার একটি চৌকস দল মামলার ঘটনা উদঘাটনের জন্য মাঠে নামে এবং ঘটনাস্থল থেকে সাক্ষী ও স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করে দুই ঘণ্টার মধ্যেই মামলার রহস্য উদ্ঘাটন করে নিহত ওই নারীর ছেলে মো. সবুজ হোসেন এবং ছেলের স্ত্রী মোছা রুকসানাকে গ্রেপ্তার করে। প্রাথমিকভাবে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। ছবি বেগমকে তাঁরা শ্বাসরোধে হত্যা করেন বলে জানিয়েছেন। তাঁদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রায়হান হোসেন মামলার তদন্ত অব্যাহত রেখেছেন।