জব্দ করা গাঁজা। ছবি : বাংলাদেশ পুলিশ

চাঁদপুরের শাহরাস্তি থানা-পুলিশের তৎপরতায় ৭০ কেজি গাঁজা পাচারের পরিকল্পনা পণ্ড হয়ে গেছে। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে শাহারাস্তি থানাধীন মেহের রেল স্টেশনের দক্ষিণ পাশের সংযোগ সড়ক থেকে গাঁজাসহ গাড়িটি জব্দ করা হয়।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, শাহরাস্তি থানাধীন কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন বানিয়াচৌ যাত্রী ছাউনির সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় কুমিল্লা থেকে আসা একটি প্রাইভেট কারকে থামার সংকেত দেয় পুলিশ। না থামিয়ে গাড়িটি নিয়ে চাঁদপুরের দিকে যেতে থাকেন চালক। গাড়িটিকে ধাওয়া করে পুলিশ। শাহারাস্তি থানাধীন মেহের রেল স্টেশনের দক্ষিণ পাশের সংযোগ সড়কে এসে গাড়িটির চাকা নষ্ট হয়ে যায়। গাড়িটি রেখেই চালক ও অন্যরা পালিয়ে যান।

ওসি আরও জানান, গাড়িতে তল্লাশি চালিয়ে ৭০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।