কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে গ্রেপ্তার হন আন্তজেলা চোর চক্রের সদস্য। ছবি: পুলিশ নিউজ

কুড়িগ্রাম সদর ‍উপজেলা থেকে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা অটোরিকশা চোর চক্রের হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বেলা দেড়টার দিকে অটোচালক শহিদুল ইসলাম একজন যাত্রীসহ যাত্রীর আত্মীয়ের সঙ্গে সাক্ষাতের জন্য কুড়িগ্রাম জেলা কারাগারে আসেন। অটোটি জেলা কারাগারের ফটকে রেখে অটোচালক ও সহযাত্রী ভেতরে ব্যস্ত থাকার সুযোগে চোর অটোটি নিয়ে যান।

পরবর্তী সময়ে কুড়িগ্রাম সদর থানা-পুলিশ তাৎক্ষণিকভাবে চুরি যাওয়া অটোটি সার্কিট হাউস-রেলস্টেশনগামী রাস্তা থেকে উদ্ধার করে।

অটোরিকশা চোর ভূরুঙ্গামারীর দেওয়ানের খামার এলাকার আসাদুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে, যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, ‘উক্ত আসামি পূর্বের অটো চুরি মামলায় হাজিরা দিতে কুড়িগ্রাম আসে। পরে জেলখানার সামনে অটোরিকশাটি চুরি করে। আসামির কাছে থাকা একটি মাস্টার কির সাহায্যে অটোটির তালা খুলে কুড়িগ্রাম জেলা কারাগারের মেইন গেট থেকে
চুরি করে নিয়ে যায়। আসামি একটি সংঘবদ্ধ অটো চোর চক্রের সদস্য। উক্ত বিষয়ে তদন্ত চলমান রয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কুড়িগ্রাম জেলা পুলিশ। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।’