মায়োর্কার বিপক্ষে ম্যাচে গোল করার পর বার্সার খেলোয়াড়দের উল্লাস। ছবি: সংগৃহীত

স্প্যানিশ ফুটবল লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা।
নিজেদের মাঠে রোববার রাতে ২-১ গোলে মায়োর্কাকে হারিয়েছে কাতালান ক্লাবটি।
বার্সার পক্ষে গোল দুটি করেন মেমফিস ডিপে ও সার্জিও বাসকুয়েটস। মায়োর্কার পক্ষে একমাত্র গোলটি করেন আন্তোনিও রেইলো। খবর বাসসের।

আগের দিন এস্পানিওলকে হারিয়ে চার ম্যাচ হাতে রেখে লা লিগার শিরোপা জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। তাই বার্সেলোনার লক্ষ্য এখন শীর্ষ চারের মধ্যে থাকা।

৩৪ ম্যাচে ৮১ পয়েন্ট তুলে শিরোপা নিশ্চিত করে রিয়াল।

৩৪ ম্যাচ শেষে ১৯ জয়, ৯ ড্র ও ৬ হারে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ওঠে বার্সেলোনা।
আর ৩৪ ম্যাচে ৮ জয়, ৮ ড্র ও ১৮ হারে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬তম স্থানে মায়োর্কা।