নোয়াখালীর সেনবাগে ঝোপের মধ্যে নবজাতক পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম (পিপিএম)। ছবি: নোয়াখালী জেলা পুলিশ।

আজ সোমবার নোয়াখালীর সেনবাগ থানাধীন নবিপুর ইউনিয়নের নলদিয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের আবদুল মাঝির বাড়ির কবরস্থান-সংলগ্ন ঝোপ থেকে শিশুর কান্না শুনে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। এ খবর পৌঁছে যায় নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলামের (পিপিএম) কাছে।

পুলিশ সুপার সেনবাগ থানার অফিসার ইনচার্জকে শিশুটির বিষয়ে আইনানুগ ব্যাবস্থা নিতে বলে নিজ দায়িত্ব শেষ করতে পারতেন। কিন্তু মানবিক মূল্যবোধ তাঁকে টেনে নিয়ে যায় ঘটনাস্থলে।
তিনি শিশুটির চিকিৎসার ব্যবস্থা করেন।

নবজাতকের চিকিৎসার ব্যবস্থা করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম (পিপিএম)। ছবি: নোয়াখালী জেলা পুলিশ

পরিচয়হীন ওই নবজাতকের সুস্বাস্থ্য ও যথাযথ অভিভাবক খুঁজে বের করার জন্য পুলিশ সুপার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।