পবিত্র ঈদুল ফিতরে নগরবাসীর ঈদের আনন্দকে আরও নিরাপদ করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিছু নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।

১. বেপরোয়াভাবে গাড়ি বা বাইক না চালানো।
২. অপ্রাপ্তবয়স্কদের গাড়ি বা বাইক চালানো থেকে বিরত থাকা।
৩. নির্ধারিত গতিসীমার বেশি গতিতে গাড়ি বা বাইক না চালানো।
৪. উচ্চ শব্দে হর্ন বাজিয়ে বাইক না চালানো।
৫. যানবাহনের রেজিস্ট্রেশন ও চালকের ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি না চালানো।
৬. ট্রাকে উচ্চ শব্দে স্পিকার বাজিয়ে ভ্রমণ না করা।
৭. হেলমেট ছাড়া বাইকে ভ্রমণ না করা।
৮. বাইকে অতিরিক্ত যাত্রী বহন না করা।
৯. ফাঁকা রাস্তায় রেসিং প্রতিযোগিতা না করা।

উল্লিখিত নির্দেশনাগুলো লঙ্ঘন করলে কঠোর আইনি পদক্ষেপ নেবে সিএমপি।