পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা স্বর্ণের বার। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানার অভিযানে ১২টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে জিরো পয়েন্ট মোড়ের খুলনা-সাতক্ষীরা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মাসুম বিল্লাহর (২৮) বাড়ি সাতক্ষীরার দেবহাটা থানা এলাকায়।

কেএমপির উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বিপিএম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মাসুমের আচরণ সন্দেহজনক মনে হলে তাঁর শরীরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে তাঁর জুতার ভেতর থেকে ১২টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের ওজন ১ হাজার ৩৯৯.৭৪ গ্রাম, আনুমানিক দাম ১ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকা।

আসামিকে জিজ্ঞাসাবাদের বরাতে তিনি জানান, দীর্ঘদিন ধরে স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত মাসুম। এই রুট দিয়ে পাঁচবার ভারতে স্বর্ণ পাচার করেছেন। এবারও সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের পরিকল্পনা ছিল তাঁর।

এই পুলিশ কর্মকর্তা জানান, আসামির বিরুদ্ধে লবণচরা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।