পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানার অভিযানে চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে জব্দ করা হয়েছে একটি চাপাতি, ছোরা ও শাবল।

শনিবার (২০ এপ্রিল) কেএমপি জানায়, নগরীর হরিণটানা থানাধীন আরাফাত আবাসিক প্রকল্প এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন হরিণটানা থানা এলাকার ইয়াসিন খাঁন হৃদয় (২৪), আকাশ হাওলাদার (২৪), মো. নাঈম শেখ (২৬) ও শাহিন শেখ (২৪)।

হরিণটানা থানা-পুলিশ জানায়, ১৯ এপ্রিল ভোরের দিকে হরিণটানা থানাধীন মো. বনি আমিন হকের বাড়ির দরজা ভেঙে চুরির উদ্দেশ্যে ঢোকে অজ্ঞাতপরিচয় কয়েক ব্যক্তি। মালপত্র চুরির সময় টের পায় বাড়ির বাসিন্দারা। চুরি ঠেকাতে গেলে বনিকে চাপাতি দিয়ে আঘাত করেন আসামিরা। এ সময় বনির পরিবারের সদস্যদের চিৎকার করলে আসামিরা পালিয়ে যান।

পুলিশ জানায়, এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগীর স্ত্রী। তদন্তের একপর্যায়ে অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার এবং চুরিতে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।