যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় যুক্তরাজ্যজুড়ে যখন কঠোর লকডাউন চলছে, ঠিক সে সময়ই ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়ির বাগানে পার্টি হয়েছে। এমন আয়োজনের পেছনে ‘নেতৃত্বের ব্যর্থতা’কে দায়ী করেছেন যুক্তরাজ্য সরকারের মন্ত্রিপরিষদ কার্যালয়ের তদন্ত দলের প্রধান সু গ্রে।

বিবিসিসহ যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলো জানায়, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত বছর দেশজুড়ে কঠোর লকডাউন দেয় ব্রিটিশ সরকার। ঠিক সে সময়ই প্রধানমন্ত্রীর বাড়ির বাগানে আয়োজন করা হয় পার্টির। এ নিয়ে একের পর এক অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেন যুক্তরাজ্যের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা সু গ্রে। ৩১ জানুয়ারি তাঁর তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে সু গ্রে জানিয়েছেন, তিনি তদন্তে লকডাউনের বিধিভঙ্গের প্রমাণ পেয়েছেন। তিনি বলেছেন, কিছু অনুষ্ঠান সে সময় হয়েছিল, যেগুলোর অনুমতি দেওয়া উচিত হয়নি।

প্রতিবেদন প্রকাশের পরপরই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তিনি এ অনুসন্ধানের ফল পুরোপুরি মেনে নিচ্ছেন। এর জন্য তিনি ক্ষমাও চেয়েছেন।