রাজধানীর যাত্রাবাড়ী থেকে ডিবি পুলিশ পরিচয় প্রদানকারী চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। খবর জাগো নিউজের।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রবিউল ওরফে রবিউল হাসান (২৮), মো. ফয়সাল আহম্মেদ ওরফে রানা (৩৪), মোসা. জেসমিন বেগম (৩০) ও পুতুল (২৮)।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) র‌্যাব-১০ জানায়, বুধবার রাতে র‌্যাবের একটি দল যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি ডিবি পুলিশের জ্যাকেট, একটি করে ওয়াকিটকি সেট, হাতুড়ি, লাঠি, প্লাস, মাল্টিপ্লাগ ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা একটি প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তাদের দলের মেয়েরা রাজধানীর যাত্রাবাড়ীসহ আশপাশের এলাকায় বিভিন্ন ব্যক্তিদের অনৈতিক কাজের প্রস্তাব দিয়ে তাদের পরিকল্পিত স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে তাদের দলনেতা রানাকে খবর দেয়। খবর পেয়ে রানা ও তার সহযোগীরা ডিবি পুলিশের জ্যাকেট পরে ওয়াকিটকি সেটসহ ওই স্থানে গিয়ে ভিকটিমদের মারধর ও মোবাইলের ফোনের মাধ্যমে তাদের আপত্তিকর ভিডিও ধারণ করে। পরবর্তীতে ভিকটিমদের গ্রেপ্তার ও মামলাসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে মোটা অংকের টাকা আদায় করে।

তাদের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ৪টি মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।