এপিবিএনের হেফাজতে গ্রেপ্তার মো.শাহরিয়ার মিলন। ছবি: বাংলাদেশ পুলিশ।

ঢাকার উত্তরার ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অভিযান চালিয়ে আটটি পাসপোর্ট ও বিভিন্ন জনের ১২১টি পাসপোর্টের ফটোকপিসহ এক ব্যক্তিকে আটক করেছে।

গতকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে ১১এপিবিএনের পুলিশ পরিদর্শক আকলিমা আক্তারের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানাধীন ১৮নং সেক্টরের কলাবতী ভবন-৫ এর ১৪০২ নং ফ্ল্যাটের ভিতরে অভিযান চালিয়ে মো. শাহরিয়ার মিলন (২৯) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে তার নিজের পাসপোর্ট ৩টি, বিভিন্ন লোকজনের পাসপোর্ট ৫টি, ১০০ টাকা মূল্যের স্ট্যাম্প ৩টি, বিভিন্ন লোকজনের পাসপোর্টের ফটোকপি ১২১টি, তার ব্যবহৃত মোবাইল সেট ২টি ও একটি কম্পিউটার উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে তুরাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।