সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএমসহ র‌্যাংক ব্যাজ পরা কর্মকর্তারা। ছবি: এসএমপি

পুলিশের সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) কার্যালয়ে র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে ৫ কর্মকর্তাকে।

রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম মঙ্গলবার বিকেল ৫টার দিকে তাঁদের র‌্যাংক ব্যাজ পরান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস্) বিপ্লব বিজয় তালুকদার।

এর আগে ২ জুন মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের তালিকা প্রকাশ করে পুলিশ হেডকোয়ার্টার্স।

সিলেট রেঞ্জে পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, রেঞ্জ কার্যালয় সিলেটের পুলিশ সুপার নুরুল ইসলাম, হবিগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমাড্যান্ট (পুলিশ সুপার) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা হলেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহফুজ আফজাল।

পদোন্নতিপ্রাপ্ত সব কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে ফুল দিয়ে অভিনন্দন জানান সিলেট রেঞ্জ ডিআইজি।

তিনি ওই সময় বলেন, ‘পদোন্নতিপ্রাপ্ত সকলে তাদের নিজ যোগ্যতা ও পেশাদারত্বের স্বীকৃতিস্বরূপ আজকের এই অর্জন। আমি বিশ্বাস করি, তাদের কর্মদক্ষতা তাদেরকে আরও সামনের দিকে নিয়ে যাবে।’