কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ইউএসএইডের জ্যেষ্ঠ উপদেষ্টা লিন্ডসে হার্নিশ এবং প্রকল্প ব্যবস্থাপনা সমন্বয়কারী ফারাহ নাজ লাকি। ছবি : বাংলাদেশ পুলিশ

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের দুই কর্মকর্তা কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ১৪ এপিবিএনের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৮/পশ্চিম এবং ক্যাম্প-৪ পরিদর্শন করেন তাঁরা।

প্রতিনিধিদলের সদস্যরা হলেন ইউএসএইডের জ্যেষ্ঠ উপদেষ্টা লিন্ডসে হার্নিশ এবং প্রকল্প ব্যবস্থাপনা সমন্বয়কারী ফারাহ নাজ লাকি।

১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল জানান, প্রতিনিধিদলটি রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রতিনিধিদলটি বেলা সোয়া ২টার দিকে বরইতলী চেকপোস্ট হয়ে রোহিঙ্গা ক্যাম্প এলাকা ত্যাগ করে।

প্রতিনিধিদলের সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল ১৪ এপিবিএনের ভেন্যু প্রটেকশন পার্টি এবং মোবাইল টহল পার্টি।