বিএমপিতে ইভ টিজিং ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ কোর্সে উপস্থিত পুলিশ সদস্যরা। ছবি: বিএমপি

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) আয়োজনে ইভ টিজিং ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে রুপাতলিতে বিএমপি পুলিশ লাইনসে পুলিশের বিভিন্ন পদ-পদবির তদন্ত কর্মকর্তাদের নিয়ে সপ্তাহব্যাপী কোর্সের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী দিনে ইভ টিজিং ও নারী শিশুর কল্যাণে প্রবর্তিত আইন, ইভ টিজিংয়ের কারণে ভিকটিম আত্মহত্যা করলে আইনগত বিধান বিষয়ে আলোকপাত করেন বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ার রব হোসেন।
এ ছাড়া নারী ও শিশু মামলার ভিকটিমের মেডিকেল করার প্রক্রিয়া, আলামত ও রাসায়নিক পরীক্ষা সম্পর্কে বিশেষজ্ঞের মতামত বিষয়ে আলোকপাত করেন বরিশালের সিভিল সার্জন মারিয়া হাসান।