ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোববার কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন ও কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ছবি: পিআইডি

মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘কোনো বিচারপ্রার্থী যাতে হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব যেমন বিচারকগণের, তেমনি আইনজীবীসহ এই পেশা সংশ্লিষ্ট সবার।’
কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন এবং কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবন নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে বিচারক ও আইনজীবীদের উদ্দেশে এ কথা বলেন মহামান্য রাষ্ট্রপতি।

বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি অনুষ্ঠানে যোগ দেন। আবদুল হামিদ বলেন, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করে মহান মুক্তিযুদ্ধের সুফল বাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, ‘একজন আইনবিদ প্রতিবেশী হিসেবে ভালো নয়, ফ্রাংকলিনের এ কথা যেন মিথ্যা প্রমাণিত হয়। বিচারপ্রার্থী মানুষ আপনাদের কাছে আসে, তাদের সমস্যার সমাধানে ও ন্যায়বিচার পেতে সহায়তার জন্য। তাই তারা যাতে কোনোভাবে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সেদিকে খেয়াল রাখতে হবে।’ তিনি বলেন, ‌’আইনের আশ্রয় নেওয়ার অর্থ একটি বিড়ালের জন্য একটি গরু হারানো। চীনা এই প্রবাদের মতো যেন বিচারপ্রার্থীদের অবস্থা না হয়।’

বিচারক ও আইনজীবীদের সম্মিলিতভাবে তা নিশ্চিত করার কথা জানান তিনি।

১৯৯০-১৯৯৬ সাল পর্যন্ত পাঁচবার কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন আবদুল হামিদ। প্রায় পাঁচ দশক ধরে এই সমিতির সঙ্গে তিনি যুক্ত।

মাননীয় আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, কিশোরগঞ্জের দায়রা জজ মো. সায়েদুল রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ হাবিবুল্লাহ জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহ আজিজুল হক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন প্রমুখ।