করোনাভাইরাসে আক্রান্ত হলে ১০ দিন পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। খবর সমকালের।

আজ রোববার (৩০ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম।

অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, করোনা শনাক্ত হওয়ার ১০ দিন পর্যন্ত রোগীকে আইসোলেশনে থাকতে হবে। এরপর অফিস, আদালতে যেতে আগের মতো আরটি-পিসিআর সনদের দরকার হবে না।