বিট পুলিশিং সভায় বক্তব্য দিচ্ছেন এক এপিবিএন কর্মকর্তা। ছবি : বাংলাদেশ পুলিশ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আলীখালী ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ ঠেকাতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শিশুদের মাঝে চকোলেট বিতরণ করছে এপিবিএন। ছবি : বাংলাদেশ পুলিশ

বুধবার (২৯ জুন) দুপুরে অনুষ্ঠিত সভায় এপিবিএনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স, স্থানীয় বাঙালি, রোহিঙ্গা মাঝি ও সাব মাঝি, স্বেচ্ছাসেবীসহ ৩০০-৩৫০ জন সাধারণ রোহিঙ্গা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত রোহিঙ্গাদের একাংশ। ছবি : বাংলাদেশ পুলিশ

এপিবিএন জানায়, এ সময় উপস্থিত রোহিঙ্গাদের সঙ্গে ক্যাম্প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ও বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি ক্যাম্প এলাকায় সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, ধর্ষণ, মারামারি, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ দমনে এপিবিএনকে সহযোগিতার আহ্বান জানানো হয় l