চট্টগ্রামে পুলিশের ডেটাবেস ব্যবহার করে প্রতিদিনই হারানো সামগ্রী পাচ্ছেন লোকজন। ছবি: সিএমপি

ঊষা মজুমদার (৫৬)। জনতা ব্যাংকের সিনিয়র অফিসার। ঈদের ছুটিতে মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যান।

৬ মে ফেরার পথে চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে লাভলেইনে তাঁর বাসায় পৌঁছান। বাসায় ঢুকেই লক্ষ করেন, তাঁর সঙ্গে থাকা ৫০ হাজার টাকা, ব্যবহৃত কিছু স্বর্ণালংকার এবং অন্যান্য জিনিসপত্রের ব্যাগটি ফেলে এসেছেন। কিন্তু ততক্ষণে অটোরিকশা লাপাত্তা। দিশেহারা হয়ে কোতোয়ালি থানায় আসেন তিনি।

অভিযোগ পাওয়ার পর কোতোয়ালি থানার এসআই ইকবাল হোসেন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল, অন্যান্য প্রাসঙ্গিক একাধিক সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অটোরিকশাটি শনাক্ত করেন।
পরবর্তীকালে ‘আমার গাড়ি নিরাপদ’ ডেটাবেসের মাধ্যমে অটোরিকশার মালিক ও ড্রাইভারের তথ্য সংগ্রহ করে পুলিশ। শুক্রবার হারানো ব্যাগটি উদ্ধার করে ঊষা মজুমদারকে হস্তান্তর করা হয়।