টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (এসপি) মো. তারিকুল ইসলাম পিপিএম বলেছেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে মেলবন্ধনের কারণে অনেক অপরাধ কমানো সম্ভব হয়েছে। তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, ‘যেকোনো বিষয়ে রোহিঙ্গাদের পাশে আছি, অপরাধমুক্ত, অপরাধভীতিমুক্ত রোহিঙ্গা ক্যাম্প গড়ে তুলব।’

এসপি মো. তারিকুল ইসলাম পিপিএম এরই মধ্যে একজন শিশুবান্ধব কর্মকর্তা হিসেবে সহকর্মী ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের আওতাধীন সাতটি ক্যাম্পের রোহিঙ্গা জনগোষ্ঠীর লোকজন তাঁকে অত্যন্ত পছন্দ করেন।

জানা যায়, প্রতি শুক্রবার এসপি মো. তারিকুল ইসলাম চকলেট, বিস্কুট, খেলার সামগ্রীসহ শিশুদের খাবার নিয়ে রোহিঙ্গা শিবিরগুলোয় পরিদর্শনে যান। বিনোদনে উৎসাহিত করতে রোহিঙ্গা ক্যাম্পের শিশুদের সঙ্গে সময় কাটান, খেলা করেন। মাদক, সন্ত্রাস, অপহরণকারী, বাল্যবিবাহ ও মানব পাচার বন্ধে তিনি যেমন জিরো টলারেন্স নীতি অনুসরণ করেন, তেমনি যেকোনো অপরাধ দমনেও তাঁর অবস্থান কঠোর। শিশুদের ভালোবাসার পাশাপাশি তিনি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধেও অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

এসপি তারিকুল ইসলাম অপরাধমুক্ত রোহিঙ্গা শিবির বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘রোহিঙ্গা শিশু হিসেবে তাদের আলাদা করে দেখি না। আমার কাছে তারা আমাদের সন্তানের মতোই। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এমন সমাজ তৈরি করতে হবে, যেখানে অপরাধ থাকবে না। রোহিঙ্গা শিশুদের সঙ্গে মিশতে হবে, সুখে-দুঃখে তাদের পাশে থাকতে হবে।’