জাতির পিতার জন্মবার্ষিকীতে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম রেলওয়ে জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী ও অন্যান্য কর্মকর্তা। ছবি: বাংলাদেশ পুলিশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ। এ উপলক্ষে ১৭ মার্চ (বৃহস্পতিবার) বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি পালনের শুরুতে চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ লাইনস, রেলওয়ে জেলা, চট্টগ্রামে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ ছাড়া মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জাতির পিতার জন্মবার্ষিকীতে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান চট্টগ্রাম রেলওয়ে জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী ও অন্যান্য কর্মকর্তা। ছবি: বাংলাদেশ পুলিশ

এরপর চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশের উদ্যোগে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে প্রতিযোগী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম রেলওয়ে জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। এ ছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম রেলওয়ে জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ চট্টগ্রাম রেলওয়ে পুলিশের বিভিন্ন কর্মকর্তা।

জাতির পিতার জন্মবার্ষিকীতে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ। ছবি: বাংলাদেশ পুলিশ