সিএমপির দামপাড়ায় অবস্থিত পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড হয়। ছবি : সিএমপি

ড্রিলিং, মার্চিং, নানাবিধ রেজিমেন্টাল ফরমেশন, ইনস্ট্রুমেন্টাল মিউজিশিয়ান, ব্রাশ, পারকিউশন ইনসট্রুমেন্ট, কসটিউম, কালার গার্ড, ক্লোজ গার্ড ইত্যাদির সমন্বয়ে রোববার (১৮ সেপ্টেম্বর) সিএমপির দামপাড়ায় অবস্থিত পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড হয়েছে।

সিএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে রোববার এ তথ্য জানানো হয়।

প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।

সিএমপি প্রতিনিধি

প্যারেডের নেতৃত্ব দেন সিএমপির উপপুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারিশ। প্রধান অতিথি ওই সময় সম্পূর্ণ প্যারেড পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে বক্তব্যে তিনি উপস্থিত পুলিশ সদস্যদের যথাযথ সুশৃঙ্খলভাবে প্যারেড অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি সরকারি দায়িত্ব পালনে সবাইকে যথাযথ দায়িত্বশীল ভূমিকা পালনের ক্ষেত্রে বিভিন্ন নির্দেশনা দেন।

ওই সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএমসহ পুলিশের অন্যান্য ঊর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।